কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফল করতে ঢাকা উত্তর জেলা জমিয়তের মতবিনিময়
1 min read
মাহদী হাসান :: আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২০ ইংরেজী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন সফল করতে ঢাকা উত্তর জেলা জমিয়তের উদ্দ্যোগে আজ ১৯ জানুয়ারী রবিবার সকাল ৯ ঘটিকায় সাভার দারুল উলূম মাদরাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর জেলা সভাপতি মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলান আব্দুর রহ ইউসুফী,সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া সহ উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জেলা জমিয়তের বিভিন্ন দায়ীত্বশীল এবং সদস্যবৃন্দ।