আযান হলো,চক্ষু মেলো;নামাযে যাও ছুটে
1 min read
[কাকলী আক্তার মৌ]
আমি হবো সুরের পাখি;ভোরে উঠব জেগে,
আযান শুনে ভরাব মন;ক্লান্তি যাবে ভেগে।
দ্বীনের টানে উল্লাস মনে;গান শোনাব সুরে,
বান্দা শুনে নামাযে যাবে;নিত্য উঠে ভোরে।
সূর্য উঠার আগেই দিব;ঘুম ভাঙিয়ে সবার,
মিষ্টি সুরে দিব টান;যেন ঘুম পায় না আবার।
নিত্য প্রহর,ভোরের আগেই;তুলব সুরে টান,
সেই সুরের ঐ মূর্ছনাতে;জুড়িয়ে যাবে প্রাণ।
বান্দা যে জন,ঘুমের ঘোরে;আরাম চক্ষু নিয়ে,
হারিয়ে যেতে চাইবে সুখে,বিছানায় শুয়ে শুয়ে;
তাদের কানেই গান শুনিয়ে,বলব সুরে,ঠোটে,
আযান হলো,চক্ষু মেলো;নামাযে যাও ছুটে।
তাতে যদি তীর্যক বাণ;কপালে মোর জোটে,
তবুও আমি নিত্য ভোরে;গান গাইব ঠোটে।
বলব আমি সুরের পাখি;সূর্য উঠার আগে,
আর কতকাল ঘুমাবে তুমি;এখনি উঠো জেগে।
সূর্য এখনি উঠবে জেগে;নামায যাবে চলে,
কষ্টে তখন,কান্না পাবে;নয়ন ভাসবে জ্বলে।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)