সিলেটে হবে দুটি রিং রোড
1 min read
অতিথি প্রতিবেদক :: সিলেটে দুটি রিং রোড করার পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার বিকেলে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ পরিকল্পনার কথা জানান তিনি।
এ ব্যাপারে মন্ত্রী বলেন- সিলেটে ভবিষ্যতে যানজট আরো বাড়তে পারে। এই বিষয় চিন্তা করে দুটি রিং রোড করার পরিকল্পনা করা হয়েছে। একটি হবে ফুল আরেকটি হবে হাফ রিং রোড। এতে করে শহরে যানজট অনেকটা কমবে এবং মানুষের চলাচলে সহযোগিতা হবে।
তিনি বলেন- এখনো প্রকল্প তৈরি হয়নি। শিগগিরই প্রকল্প তৈরি করে কাজ শুরু হবে।
সূত্র; সিলেটভিউ