নেত্রকোনায় বেফাকের সম্মেলনে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি
1 min read
সোহেল আহমেদ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নেত্রকোনা জেলা শহরের আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা বেফাকের সহসভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে এবং জেলা বেফাকের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দুয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ সুতারপুরী।
উক্ত সম্মেলনে বক্তারা কওমী মাদরাসার ইতিহাস, এর প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ আকিদা ‘খতমে নবুওয়ত’ কে অস্বীকারকারী ও সহজসরল মুসলমানদের ঈমান আকিদা হরনকারী কাদিয়ানী সম্প্রদায়কে সংসদে আইন পাস করে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে।
সম্মেলনে বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, বেফাকের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নেত্রকোনা জেলা বেফাকের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ূম, বেফাকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মামুনুর রশীদ রব্বানী, মাওলানা মাসুম আহমদ ও মাওলানা মাজহারুল ইসলামসহ বেফাকের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।