জামেয়া তোয়াকুলের বার্ষিক মাহফিল ৪ ফেব্রুয়ারি
1 min read
গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, হযরত শায়খ সফিউল্লাহ রহ. এর স্মৃতিবাহী জামেয়া ইসলামিয়া তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট-এর বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ৪ ফেব্রুয়ারি ২০২০ ইংরেজি মঙ্গলবার তোয়াকুল শাহী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সা. আল্লামা সায়্যিদ আফ্ফান মনসূরপুরী দা.বা. ভারত। বিশেষ অতিথির আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব দূর্লভপুরী, হযরত মাওলানা ফজলুর রহমান বানিয়াচঙ্গী, হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব মাদানী নগর, ঢাকা।
আরও উপস্থিত থাকবেন দেশ বিখ্যাত উলামা মাশায়েখ ও ইসলামি স্কলারসগণ। উক্ত মহতি মাহফিলে সবার উপস্থিতি দোয়া ও সহযোগিতা কামনা করছেন জামেয়ার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর দা.বা.।