ইমান আমল ছাড়ি;ফাঁকা হাটি ভবে
1 min read
[কাকলী আক্তার মৌ]
মুসলিম হয়ে জন্ম নিয়ে;গর্ব করি সবে,
ইমান আমল ছাড়ি শুধু;ফাঁকা হাটি ভবে।
হানাহানি আর মারামারি;গালাগালি দেই মুখে,
মুসলিম ভাইয়ের সুখে পালি;প্রতিহিংসা বুকে।
শিয়া সুন্নীর বিবেধটা আজ;এমন’ই গেছে বেড়ে,
কাফের সবে তামাশা দেখে;হাসে গলা ছেড়ে।
সুন্নী মতের পালনকারী;ওয়াহাবীদের দেখে,
হিংসা বিদ্বেষ বুলি মুখে;ললাটে দেয় এঁকে।
তেমনি করে ওয়াহাবীরা;সুন্নীদেরকে দেখে,
মাজার পূজারী বদনাম এঁকে;ছড়ায় মর্তলোকে।
একজনের খ্যাতি দেখে,অন্যে দেয় গালি;
বুঝে,না বুঝে বাকি সবে;হাতে বাজায় তালি।
সেই সুযোগে কাফের কূল;রঁসের হাড়ি মাখি,
বিনাশের পেরেকটা দেয়;দ্বীনের বুকে আঁকি।
এমন করে ফিতনা ফাসাদ বাড়তেই যদি থাকে,
ভবে মুসলিম কেমন করে;থাকবে সবে টিকে?
এখনি সময় মিলন মেলার,টিকতে হলে ভবে;
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গলায় মিলো সবে।
লেখক: কাকলী আক্তার মৌ (সীমান্তের আহ্বানের নিয়মিত কলামিস্ট)