আল্লাহ্ পাকের পবিত্র এক ঘর
1 min read
[কাকলী আক্তার মৌ]
মসজিদ হল মুসলিমের’ই মিলন মেলা,প্রাণ,
যেথায় ইবাদতে সিজদা হয়;যিকিরে গায় শান।
মসজিদ হল প্রভুর ঘর;খোলা সবার’ই তরে,
যেথা আযান হলে;সিজদায় সবে মাথা লুটায়ে পড়ে।
মসজিদ হল মাধ্যম স্থল;প্রার্থনা প্রভুর সনে,
যেথায় বসে সকল মুমিন;প্রার্থনা করে মনে।
মসজিদ হল চাওয়া পাওয়ার;আল্লাহ্ পাকের ঘর,
যেথায় আপন মনে চাইতে পারে;মিলে আপন পর।
পাপী তাপী সবার তরে;মসজিদের দ্বোর খোলা,
নিরাশ নাহি হয় কেহ;যদিও পাপে ভরা রয় ঝোলা।
পাপে যদি ভরায় দেহ;অন্তর হয় কালো,
মসজিদ পানে ছুটে যাও;পাবে নূরের আলো।
সিজদায় তুমি লুটায়ে পর,তওবা কর সাথে;
ফিরাবে নাহি প্রভু তোমায়;কভু খালি হাতে।
মসজিদ হল আল্লাহ্ পাকের পবিত্র এক ঘর,
যেথায় ঢুকতে পারে ধনী গরিব;নাহি কেহ পর।
লেখক: কাকলী আক্তার মৌ (সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)