মা আমেনার নূরের কলি
1 min read
[কাকলী আক্তার মৌ]
ধু ধু মরুর প্রান্তরে,মা আমেনার ঘরে,
জন্ম নিল নূরের কলি;বিশ্ব আলো করে।
নূরের ছটায় আলোকিত ধরা;ছড়িয়ে গেল প্রাণে,
গাহিয়া উঠিল সৃষ্টি কূল;আহলান সুর টানে।
ধূলোকে,ভূলোকে,আকাশে বাতাশে;রহমত গেল ভরে,
আঁধার কাঁটিয়া ভরিল আলো;নূরানিত ঐ নূরে।
মানব দানব পশু পাখি;নূরানিত আলো পেয়ে,
আনন্দে অশ্রু ঝড়ায়ে তাই;শুকরিয়া যায় গেয়ে।
নূরানিত নূরের মূর্ছনায়;উঠে বাতিলের হাহকার,
শয়তান রাজ্য আঁধারে ঢেকে;হয়ে গেল ছাড়খার।
ছড়ায়ে পরে রহমত প্রভুর;জাহেলিয়াতের ধরায়,
কাফের কূলের ভ্রান্ত শক্তি;নিমেষেই জোর হারায়।
লেখক: কাকলী আক্তার মৌ (সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)