যিকির তপে তপে,বাড়ে অন্তরে স্বাদ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

যিকির তপে তপে,বাড়ে অন্তরে স্বাদ

1 min read

[কাকলী আক্তার মৌ]

তোমার যিকির তপে তপে,বাড়ে অন্তরে স্বাদ,
সবি উজারে পেতে চাই;ভালবাসা নিখাদ।

কলিমা শাহাদতে তাই;অন্তরে ভরি,
ইবাদতের তরে প্রভু;মাথা লুটায়ে পড়ি।

হুকুম করেছ তুমি;যা কিছুই ভবে,
মেনে চলে হতে চাই,মুমিন বান্দা সবে।

মুসাফির বেশে তাই,ক্ষণিকের তরে,
ইবাদতে যেতে চাই,অন্তর ভরে।

রাখ তুমি যেই বেশে,যেন আমি থাকি;
যিকিরের তপে তপে,অন্তরে নূর আঁকি।

রোগ,সুখ যাই দাও;শুকরিয়া করে,
তোমারি গুণগানে যেতে চাই মরে।

অন্তরে জ্বালো মোর;ঈমানের আলো,
মরনের পরে যেন;সবে বলে ভালো।

এমন মরন দিও তুমি;বিদায়ে যেন হাসি,
জগতের সবি যেন;দুখে যায় ভাসি।

লেখক: কাকলী আক্তার মৌ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.