বৃদ্ধা মমিরন নেছার পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম পুলিশ সুপার
1 min read
মাহফুজার রহমান মাহফুজ :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল প্রতারণার শিকার হন একজন বয়স্ক বিধবা নারী।বিধবা ভাতার টাকা তুলে তা খুইয়ে উপজেলা সমাজ সেবা অফিসের বারান্দার খুটিতে হেলান দিয়ে অশ্রুপাত করেন ওই বৃদ্ধা।তাঁর এমন হৃদয় বিদারক ছবি মুহুর্তেই ছরিয়ে পরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। প্রতারণার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ ব্যবস্হা গ্রহনের কথা বলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ মোঃ ইমতিয়াজ কবির।
প্রতারণার ঘটনা নজরে আসায় তাৎক্ষণিক ওই বৃদ্ধার পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।প্রতারণার ঘটনায় জড়িতদের সনাক্তকরে আইনের আওতায় আনার জন্য ভূরুঙ্গামাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদানের পাশাপাশি ওই বৃদ্ধার প্রতি বাড়িয়ে দিলেন সহযোগীতার হাত।আজ পুলিশ সুপারের তরফ থেকে প্রতারণার শিকার মমিরন নেছাকে নগদ ৫০০০ টাকা ও ২ টি কম্বল প্রদান করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
পুলিশ সুপারের এমন পদক্ষেপ গ্রহনে খুশি মমিরন নেছা সহ এলাকাবাসী সেই সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবি তাদের।