পূর্ব জাফলংয়ে বিভিন্ন রাস্তা উদ্বোধন ও পরিদর্শনে চেয়ারম্যান ফারুক আহমেদ
1 min read
আবু তালহা তোফায়েল :: ১৫ জানুয়ারি (বুধবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ১টি ইট-সলিং রাস্তা ফিতা কেটে উদ্বোধন ও ২টি নবনির্মিত রাস্তা পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
১) ইউনিয়নের মুসলিমনগর মেইন রাস্তা হতে কালীনগর মাষ্টারের বাড়ির নিকট হয়ে মসজিদ পর্যন্ত ইটসলিং রাস্তা পরিদর্শন ও ফিতা কেটে উদ্ধোধন করা হয় এবং পাশাপাশি রাস্তার কাজ পরিদর্শন করতে গিয়ে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ মন্তব্য করে বলেন- রাস্তার কাজ অত্যন্ত মান সম্মত হয়েছে এবং গ্রাম বাসীর সহযোগীতায় প্রাক্কলনে উল্লেখিত দৈর্ঘের চেয়ে বেশি করা হয়েছে এজন্য গ্রাম বাসীকে ধন্যবাদ জানাই।
২) পরবর্তীতে একি ইউনিয়নের “পানি উন্নয়ন বোর্ড কর্তৃক” বাস্তবায়িত বাউরবাগ হাওর বেড়ী বাঁধ প্রকল্প পরিদর্শন করেন এবং তা নিয়েও ভালো মন্তব্য করে বলেন- রাস্তার কাজ অত্যন্ত মান সম্মত হয়েছে বলে দেখা যাচ্ছে।
৩) সর্বশেষ এই ইউনিয়নেই ইজিপিপি কর্তৃক বাস্তবায়িত “বাউরবাগ হাওর ব্রীজের এপ্রোচ হতে রাজিবের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ” প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পূর্ব জাফলং ইউপি সদস্য শাহ আলম।