পরিকল্পনা ও সেবাপ্রদান প্রশিক্ষণের পর সনদ গ্রহন করেন গোলাম আম্বিয়া কয়েছ - Shimanterahban24
May 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

পরিকল্পনা ও সেবাপ্রদান প্রশিক্ষণের পর সনদ গ্রহন করেন গোলাম আম্বিয়া কয়েছ

1 min read

আবু তালহা তোফায়েল :: ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ৩দিন ব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে যুগপযোগী ও জনবান্ধব করণে উদ্যোগ নিয়েছেন সরকার। একটি আধুনিক এবং স্বনির্ভর সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবের রূপ দিতে বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তব সম্মত উদ্যোগ ও প্রশিক্ষণ গ্রহণের কারণে গোটা জাতি উপকৃত হচ্ছে। প্রশিক্ষিত জনপ্রতিনিধি ও প্রশাসন একটি আধুনিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা চেতনা থেকে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্মকর্তাদের বিভিন্ন বিভাগীয় প্রশিক্ষণ কার্যক্রম চলে আসছে। সাস্টেনেবল ডেভলাভম্যান্ট গোলের আওতায় অর্থাৎ সুসম ও যুগপযোগী উন্নয়ন বাস্তবায়ন করে জনসেবা নিশ্চিত করতে হবে। এসব প্রশিক্ষণ কর্মসূচীগুলোকে জনপ্রতিনিধিগণ ও প্রশাসণ কর্মকর্তারা অংশগ্রহণ করায় পরিকল্পনা ও জনসেবায় সফলতাও আসছে ব্যাপকভাবে। তিনি জাইকার অর্থায়নে ১২থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত ৩দিন ব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের মধ্য থেকে তিনিও সনদ গ্রহণের পর প্রতিবেদককে উপরোক্ত কথাগুলো বলেন। বার্ডের ১৬তম ব্যাচের সমাপনী ও সনদ প্রদান এ অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহ্জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ মহসীন, বিশেষ অতিথি ছিলেন, পরিচালক(প্রশিক্ষণ) বার্ড মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। জাইকার অর্থায়নে ৩দিন ব্যাপী এই কর্মশালায় সিলেটের গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, হবিগঞ্জ সদর, খাগড়াছড়ির ঘুইমারাসহ দেশের ৪টি উপজেলার ৪৮জন জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় গোয়াইনঘাটের জনপ্রতিনিধি ও কর্মর্কতাদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ৪নং লেঙ্গুঁড়া ইউ/পি চেয়ারম্যান মাহবুব আহমদ,৬নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ৮নং তোয়াকুল ইউ/পি চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহান উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.