দুই বান্ধবীকে প্রেসক্লাব সামন থেকে তোলে নিয়ে গণধর্ষণ
1 min read
প্রকাশ্য দিবালোকে দুই বান্ধবীকে প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারে। নিপিড়নের শিকার দুই বান্ধবীর একজন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
জানা যায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই বান্ধবী প্রেসক্লাবের সামনে এসে একটি অটোরিকশায় ওঠে। এর পরই চার যুবক ওই অটোরিকশায় জোর করে ওঠে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে। জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণ করে বখাটে। তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ধর্ষণকারীরা।
ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দেন। এর পর তাদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পরে পুলিশ আত্মীয়স্বজনকে খবর দিয়ে দুই বান্ধবীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আকাশ ও মুন্না নামে দুজনকে আটক করেছে।