প্রবাসী ইমরান আহমেদ-কে পরগনা বাজার সমাজকল্যাণ ছাত্রসংঘের সংবর্ধনা
1 min read
মোশারফ হোসেন সাগর :: দুবাই প্রবাসী ইমরান আহমেদ কে সম্মাননা স্বারক প্রদান করা হয়
মঙ্গলবার ১৪ জানুয়ারী দুপুর ১২ ঘঠিকার ‘সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান’ এর জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, সাধারণত সম্পাদক মোশারফ হোসেন সাগর, সহ-সাধারন সম্পাদক আল-আমীন, প্রচার সম্পাদক আব্দুল মুতাল্লিব, সুহাইব আহমে প্রমুখ।
সম্মাননা স্বারক প্রদান করা পর উনার এক বক্তব্যতে বলেন সংগঠনের পাশে থাকবেন সব সময়, সকলের সহোযোগিতায় সমাজ সেবা করে যাবেন উনি।
ইমরান আহমেদ একজন নিখাঁদ দেশপ্রেমি, ক্রীড়ামোদী মনের মানুষ সে। ব্যক্তি হিসেবে নীতিবান ও সরলতার এক মুর্তপ্রতিক। সততা, ন্যায়পরায়ণতা যেনো তার চলার পোশাক। কথা আর কাজের মিল রেখেই উনার প্রাত্যহিক জীবন চালনা। এইসব গুণের অধিকারী বলে প্রবাসে সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে উনার আলাদা সখ্যতা, আন্তরিকতা। যে কোন জাতী বর্ণের মানুষ তাকে মুহুর্তেই আপন করে নিতে পারেন। উনার সুন্দর আর সাবলীল ব্যবহার গুলো যেনো আলাদা এক ব্যবসায়ীক পূজি।
যে কোন সামাজিক সংগঠনের এক অভিন্ন আইডল সে, কারো দুর্দিনে মুহুর্তে হাত বাড়িয়ে সর্বোচ্চ দিয়ে পাশে দাড়ানোর ম্যাজিক্যাল ক্ষমতাও রয়েছে তার। যে কারো বিপদে নিজেকে সপে দেওয়ার মতো অমায়িকতাও সর্বদা বিদ্যমান।