প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষণ
1 min read
বিশেষ সংবাদদাতা :: জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউপির ডেমা এলাকার “সিলেট তামাবিল মহাসড়কের রাস্তার পাশের মাটিকেটে গ্রামীণ রাস্তার উন্নয়ন” শিরোনামে সংবাদের ভিন্নমত পোষন করেছেন দরবস্ত ইউপির ৮নং ওয়ার্ড সদস্য ও জৈন্তাপুর
উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন মেম্বার। তিনি বলেন বৃহৎ এলাকা ও গ্রামবাসীর পরামর্শে রাস্তার উন্নয়ন কাজ চলছে, বিভিন্ন ভাবে সোস্যাল মিডিয়ায় আমার নামে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়, যা সত্য নয়, রাস্তার প্রয়োজনে ও বৃহৎ জনকল্যান সার্থে কিছু মাটি আমার অগোচরে কাটা হয়েছিলো যা পরে সাথে সাথে তা ভরাট করা হয়। এ ব্যায়াপারে আমি কিছুই অবগত নই। এমতাবস্থায় কিছু লোক সি এম বি’র জায়গাকে নিজের জায়গা বলে রাস্তার চলমান কাজে অসহযোগীতা করছেন, যা বর্তমান সরকারের উন্নয়নের প্রতি অনাস্থা প্রকাশ। এলাকাবাসী জানান অত্র এলাকার শত শত একর জমিতে চাষ করা হয়, একমাত্র রাস্তার জন্য সঠিক সময়ে ফসল বাজারজাত করা যায় না, তাই এই রাস্তাটি আশে পাশের দু চারটি গ্রামের একমাত্র সহজ যোগাযোগর মাধ্যম হবে। তাই সকলের সহযোগিতায় রাস্তাটি নির্মান কাজ শেষ করা অতীব জরুরী।