ইবাদতী সম্পর্ক;অমূল্য রতন দামী - Shimanterahban24
May 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ইবাদতী সম্পর্ক;অমূল্য রতন দামী

1 min read

[কাকলী আক্তার মৌ]

স্ত্রী যদি দেহ হয়;স্বামী হল তার প্রাণ,
স্ত্রী যদি সুর হয়;স্বামী হল তার গান।

স্ত্রী যদি স্পন্দন হয়;স্বামী হল তার মন,
স্ত্রী যদি ঐশ্বর্য হয়;স্বামী হল তার ধন।

স্ত্রী যদি কন্ঠ হয়;স্বামী হল তার ভাষা,
স্ত্রী যদি সমৃদ্ধি হয়;স্বামী হল তার আশা।

স্ত্রী যদি ছবি হয়;স্বামী হল তার তুলি,
স্ত্রী যদি ছন্দ হয়;স্বামী হল তার বুলি।

স্ত্রী যদি বৃক্ষ হয়;স্বামী হল তার মূল,
স্ত্রী যদি ঘ্রাণ হয়;স্বামী হল তার ফুল।

স্ত্রী যদি ঘর হয়;স্বামী হল তার দ্বোর,
স্ত্রী যদি রাত হয়;স্বামী হল তার ভোর।

স্বামী ছাড়া স্ত্রী অচল;স্ত্রী ছাড়া স্বামী,
এ যে,ইবাদতী সম্পর্ক;অমূল্য রতন দামী।

লেখক: কাকলী আক্তার মৌ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.