ইবাদতী সম্পর্ক;অমূল্য রতন দামী
1 min read[কাকলী আক্তার মৌ]
স্ত্রী যদি দেহ হয়;স্বামী হল তার প্রাণ,
স্ত্রী যদি সুর হয়;স্বামী হল তার গান।
স্ত্রী যদি স্পন্দন হয়;স্বামী হল তার মন,
স্ত্রী যদি ঐশ্বর্য হয়;স্বামী হল তার ধন।
স্ত্রী যদি কন্ঠ হয়;স্বামী হল তার ভাষা,
স্ত্রী যদি সমৃদ্ধি হয়;স্বামী হল তার আশা।
স্ত্রী যদি ছবি হয়;স্বামী হল তার তুলি,
স্ত্রী যদি ছন্দ হয়;স্বামী হল তার বুলি।
স্ত্রী যদি বৃক্ষ হয়;স্বামী হল তার মূল,
স্ত্রী যদি ঘ্রাণ হয়;স্বামী হল তার ফুল।
স্ত্রী যদি ঘর হয়;স্বামী হল তার দ্বোর,
স্ত্রী যদি রাত হয়;স্বামী হল তার ভোর।
স্বামী ছাড়া স্ত্রী অচল;স্ত্রী ছাড়া স্বামী,
এ যে,ইবাদতী সম্পর্ক;অমূল্য রতন দামী।
লেখক: কাকলী আক্তার মৌ