জাল পাসপোর্টে ভারত ভ্রমণের সময় আটক ১
1 min read
রাজুবিশ্বাস দুর্জয়; গোয়াইনঘাট:- সিলেটের তামাবিল ইমিগ্রেশন হয়ে জাল পাসপোর্ট দিয়ে ভারতে যাওয়ার পথে কাস্টমস পুলিশ একজনকে এবং নিয়মিত ওয়ারেন্ট থাকায় গোয়াইনঘাট থানা পুলিশ এক আসামিকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, নরসিংদী জেলার বেলাবো থানার উজিলাব গ্রামের মৃত আবদুল খালেক এর পুত্র নাসির উদ্দীন (৩৯) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সে কিছু দিন আগে জাল পাসপোর্ট দিয়ে তামাবিল হয়ে ভারত যাওয়ার পথে কর্তব্যরত কর্মকর্তা তাকে নিষেধ করেন যে, আপনার পাসপোর্ট জাল। সেখান থেকে ফিরে ঢাকায় গিয়ে পাসপোর্ট অফিসে দালাল মারফতে পুনরায় ঐ পাসপোর্টের একটি পাতা ছিড়ে অন্য একটি পাসপোর্টের পাতা লাগিয়ে ফের তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে গতকাল রোববার দুপুর ১২টায় তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে সর্পোদ করে।