অনাহারীকে অন্ন দাও;ডেকে হাতে তুলে
1 min read[কাকলী আক্তার মৌ]
অর্থ বিত্ত আছে তোমার;তুমিই ভবের ধন্য
এই সমাজের মানী লোকে;করে সদা মান্য।
প্রাচুর্য্য আর অর্থ,পদে কিলবিল করে ঘরে,
সন্তান তোমার,চাইতেই দাও;হাতে সবি পুরে।
অন্ন,বস্ত্র সবি আছে;শুধু রাখার পাত্র’ই নাই,
তবুও রাখি নষ্ট করো;আস্তাকুড়ে হয় ঠাই।
অভাব যাদের নিত্ত সাথী;কুড়ায় আস্তাকুড়ে,
স্বজন নিয়ে তৃপ্তিতে খায়;পেটটি পুরে ঘরে।
আর কতকাল নির্দয় মনে,অন্ন নষ্ট করি;
অনাহারীর কষ্ট তুমি;দেখবে নয়ন ভরি?
তোমার মনের একটু দয়া;বাড়িয়ে দাও হাত,
ফেল না তুমি অন্ন কিছুই;ভরাও নিরন্ন পাত।
এ ভূবনের ক্ষণ সীমিত;জৌলুস যাও ভুলে,
অনাহারীকে অন্ন দাও;ডেকে হাতে তুলে।
আস্তাকুড়ের পেটটি তুমি;ভরিও না আর,
সদা’ই ভাব পরকাল ঘাট;কেমনে হবে পাড়?
লেখক: কাকলী আক্তার মৌ