P.L.C T10 লায়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
1 min read
মোশারফ হোসেন সাগরঃ- পরগনা বাজার লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত, গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ইমরান আহমেদ এর পৃষ্ঠপোষকতায়,ঐতিহ্যবাহী ছাতার গ্রাম ক্রিকেট মাঠে বিকাল ২ ঘটিকায় অনুষ্টিত হয়। খেলা শেষে অনুষ্টিত পুরুষ্কার বিতরণ অনুষ্টান উক্ত অনুষ্ঠানে পরগনা বাজার লায়ন্স ক্রিকেট ক্লাবের মুহিবুর রহমান ময়ফুল এর সভাপতিত্বে পরগনা বাজার লায়ন্স ক্রিকেট ক্লাবের সভাপতি সামিউল্যাহ সামি এর সঞ্চালনায় পিএলসি টি-১০ লায়ন্স কাপ ২০১৯-২০ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলীরগাও ইউনিয়নের বারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব কামরুল হাসান, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী কমিউনিটি নেতা এবং উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির সভাপতি জনাব কৌশিক চন্দ্র দেব দুলাল, পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের জমিদাতা সদস্য আতিকুর রহমান আতিক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনাব মোশাররফ হোসেন মাছুম, গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের সৌদিআরব শাখার সম্মানিত সভাপতি জনাব জিল্লুর রহমান ইকবাল, পরগনা বাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
পিএলসি টি-১০ লায়ন্স কাপ ২০১৯-২০ এর ফাইনাল ম্যাচে পরস্পর মোকাবেলা করে অভিযাত্রিক ইয়ুথ ক্লাব বনাম টেরিফিক হিটার্স কোওরবাজার ক্রিকেট দল।
ফাইনাল ম্যাচের ফলাফলে টেরিফিক হিটার্স কোওরবাজার ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে পিএলসি টি-১০ লায়ন্স কাপ ২০১৯-২০ এর ১ম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে।
ম্যাচ সেরা নির্বাচিত হোন টেরিফিক হিটার্স কোওরবাজার দলের অলরাউন্ডার মাহিদুল ইসলাম।
উক্ত টুর্নামেন্টের সম্পুর্ন খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট, সেরা রান সংগ্রহকারী, সেরা উইকেট সংগ্রহকারী সহ প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
একনজরে টুর্নামেন্টের সকল পুরস্কার সমূহঃ
চ্যাম্পিয়নঃ- Terrific Hitters Kuor Bazar (ট্রফি + প্রাইজমানি)
রানার্সআপঃ- অভিযাত্রিক ইয়ুথ ক্লাব (ট্রফি + প্রাইজমানি)
ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ- নাঈম শেখ (টেরিফিক হিটার্স)
সেরা রান সংগ্রহকারীঃ- নাঈম শেখ (টেরিফিক হিটার্স)
সেরা উইকেট সংগ্রহকারীঃ- মুকলেছ আহমদ (টেরিফিক হিটার্স)
ম্যান অব দ্যা ফাইনালঃ- মাহিদুল ইসলাম।
অভিনন্দন চ্যাম্পিয়ন টেরিফিক হিটার্স কোওরবাজার ক্রিকেট দল’সহ পুরস্কার জয়ী সকল দল ও খেলোয়াড়বৃন্দ।
পরগনা বাজার লায়ন্স ক্লাবের আয়োজিত পিএলসি টি-১০ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা’সহ উপস্থিত সকল অতিথিবৃন্দকে পরগনা বাজার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।