হাত তুলেছে লক্ষ মুমিন ইজতেমারই মাঠে
1 min read
[কাকলী আক্তার মৌ]
লক্ষ মুমিন বান্দা ভিড়ে;আমিও আছি দাড়িয়ে,
রহমত,বরকত,নাযাত দিয়ে;অন্তরটা দাও ভরিয়ে।
সকল মুমিন হাত তুলেছে; ইজতেমার ঐ মাঠে,
অতীত পাপের সকল বোঝা;রেখ না আর পিঠে।
অশ্রু ঝড়ায়ে কান্না ভড়ায়ে;বিগলিত করুণ সুরে,
কৃত কর্মের চাইছে ক্ষমা;বরফ শীতল ভোরে।
নামে তোমার রহমত মধু;মহান তোমার বাণী,
জড়ো হয়ে তাই চাইছি ক্ষমা;অধম সকল প্রাণি।
নাযাত আশায় ইজতেমাতে;প্রার্থনা করি মিলে,
অতীত পাপের ক্ষমা করে;রহমত ভরো দিলে।
দ্বীন পতাকা,রহমত তলে স্থান করে দাও সবের,
ঈমানে যেন সাঙ্গ হয়; সকল জীবন ভবের।
লেখক: কাকলী আক্তার মৌ