“দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার সৈনিক গড়ছে ছাত্র জমিয়ত”
1 min read
মাহদী হাসান :: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা আর সুশাসন প্রতিষ্ঠার সৈনিক গড়তে কাজ করে যাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ;
ছাত্র জমিয়ত বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভায় যোগ দিয়ে এমন দাবীই করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব হুজাইফা ইবনে ওমর। তিনি বলেন সত্যিকার দেশপ্রেম আর ধর্মবোধ আছে ওলামায়ে কেরামের মাঝে, সেটি ছড়িয়ে দিতে হবে ছাত্র জনতার মাঝে। যারা সত্যিকার দেশপ্রেমিকদের দেশদ্রোহি আর ধর্মবোধ সম্পন্নদের ধর্মান্ধ বলে তাদের খোঁজ নিলে দেখা যায় তারা হয় কোনো এজেন্সির দালাল নয় তো নাস্তিক। অতএব বিভ্রান্তি দূর করতে আসুন সচেতন হই, উত্তম কৌশল নিয়ে মাঠে কাজ করি। ছাত্র জমিয়তের প্রয়াসকে ঐক্যবদ্ধ হয়ে সফল করি।
ছাত্র জমিয়ত চট্টগ্রাম বিভাগিয় সমন্বয়ক মেধাবী ছাত্রনেতা মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় অংশগ্রহন করেন চট্টগ্রাম বিভাগীয় জেলা উপজেলা সমূহের দায়িত্বরত সভাপতি মন্ডলী, সাধারণ সম্পাদকগণ।
আগামী ১৮ জুন ২০২০ইং তারিখে চট্টগ্রাম বিভাগীয় সদস্য সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।