ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন কার্যকর করলো হিন্দুত্ববাদী বিজেপি সরকার
1 min read
মুসলিম বিশ্ব ডেস্ক:-
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই আইনটি কার্যকরের ঘোষণা দিয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এক গেজেট বিজ্ঞপ্তি দিয়ে আইনটি কার্যকরের ঘোষণা দেয়।
২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল। শুক্রবার জারি করা গেজেটে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন (২) এবং সেকশন ১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হলো।
পর্যবেক্ষকদের মতে, মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে তীব্র বিক্ষোভের পরও উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মোদি সরকার যে পিছু হটতে রাজি নয়; এ গেজেট প্রকাশের মাধ্যমে তা ফের স্পষ্ট করা হলো। এবং হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য বিজেপির যে উগ্র মানসিকতা রয়েছে আবারো ভারতীয় জনগণ উপলব্ধি করলো।
ভারতের নতুন নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। বাদ পড়াদের অধিকাংশই মুসলমান। তখনও এই নাগরিকত্ব আইন পাস হয়নি।
তবে বাদ পড়া হিন্দুদের অনেকেই তখন বিবিসি-কে জানিয়েছিলেন, স্থানীয় বিজেপি নেতারা তাদের বলেছেন, নাগরিকত্ব আইন পাস হলে তাদের আর কোনও ঝামেলায় পড়তে হবে না। অর্থাং নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পরা হিন্দুরাও নাগরিকত্ব আইন (সিএএ) এর মাধ্যমে পুনরায় নাগরিকত্ব পাবে। এমন পরিস্থিতিতে এই নাগরিকত্ব আইনকে মুসলিমবিদ্বেষী ও বৈষ্যমমূলক হিসেবে উল্লেখ করে ভারতজুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। এই বিক্ষোভে ভারতীয় পুলিশের হাতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে পুলিশ।
সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি