বিশ্ব ইজতেমায় শরিক হয়েছেন নূর হোসাইন কাসেমী
1 min readঅতিথি প্রতিবেদক :: গতকাল (১০ জানুয়ারী) টঙ্গীর বিশ্ব ইজতিমায় শরীক হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী। তীব্র শীত ও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে শুক্রবার বেলা ১০টায় তিনি ইজতিমা মাঠের উদ্দেশ্যে জামিয়া মাদানিয়া বারিধারা ক্যাম্পাস থেকে রওনা হন।
এবারের বিশ্ব ইজতেমায় দাওয়াত ও তাবলীগের সাথী, উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লীদের ব্যাপক অংশগ্রহণে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন আল্লামা কাসেমী।
তিনি বলেন, আগে যেসব ভাইয়েরা হক ও বিভ্রান্ত বুঝতে দ্বিধায় ভূগছিলেন, আলহামদুলিল্লাহ তারা এখন বুঝতে পেরেছেন কোনটা সত্য মতবাদ এবং কোন বিভ্রান্তিতে ভরা। অন্ধ ভক্তির দিন এখন আর নেই। দাওয়াত ও তাবলীগের সাথীরা দিন দিন আরো বেশি সচেতন হচ্ছেন। ভাল-মন্দ, সত্য-অসত্য এবং হক্ব ও না হক্ব বুঝার চেষ্টা করেন।
তিনি বলেন, আগেকার মতো আবেগের বশে কোন কিছুতে যাছাই বাছাই ছাড়া স্থির থাকেন না। তাবলীগ জামাআতে কারা ইসলামবিদ্বেষীদের চর হিসেবে আবির্ভুত হয়ে ফিতনা সৃষ্টি করতে চেয়েছিল, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের মধ্যে কারা বিভ্রান্তি ছড়িয়ে বিপথগামী করতে চেয়েছিলেন, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। তার প্রমাণ এবারের বিশ্ব ইজতিমা। ইনশাআল্লাহ, আগামীতে আর কোন বিভ্রান্তি থাকবে না। হক ও হক্কানিয়্যাতের পতাকাতলেই সকলে সমবেত ও ঐক্যবদ্ধ থাকবেন।
জমিয়ত মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে দাওয়াত ও তাবলীগের ময়দানে সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক বাড়বে, ইনশাআল্লাহ। এই লাইনে অনেক মানুষ শামিল হবেন। ষড়যন্ত্রকারীরা ইসলামকে দাবিয়ে রাখতে যত কূটচাল চালই চালুক, তার মুখোশ খসে পড়বে। সত্যের জয় এবং মিথ্যার পরাজয় অবধারিত।
আল্লামা নূর হোসাইন কাসেমী শৃঙ্খলার সাথে ইজতেমার শেষ দিন আখেরী মুনাজাত পর্যন্ত সকলকে ময়দানে অবস্থান গ্রহণের আহ্বান জানা। পাশাপাশি ইজতিমায় আগত মুসল্লীদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতার জন্য মহান আল্লাহর মদদ কামনা করে প্রার্থনা করেন।
সূত্র- উম্মাহনিউজ২৪ডটকম