বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু
1 min read
ইজতেমা ময়দান থেকে নিজস্ব প্রতিনিধি :: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় শীতজনিত কারণে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে ও শনিবার সকালে ইজতেমার ময়দানে ওই তিন মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে গত তিনদিনে সাত মুসল্লির মৃত্যু হল।
যাদের মৃত্যু হয়েছে- রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আবদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫)।
ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মুহা. আদম আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির হোসেনের ছেলে খোকা মিয়া (৬০) রাত পৌনে ১০ টার দিকে হৃদরোগে এবং মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার গুড়া মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত রোগে মারা যান।
একইদিন সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার হাসেম আলী সিকদারের ছেলে ইয়াকুব আলী সিকদার (৮৫) নামে এক মুসল্লি ময়দানে মারা যান। আরও একজন মারা গেছেন, তার পরিচয় জানা যায়নি।