ওমানের সুলতান আল কাবুস ইন্তেকাল করেছেন
1 min read
মুসলিম বিশ্ব ডেস্ক
ওমানের সুলতান আল কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর।
শুক্রবার সন্ধ্যায় সুলতান তিনি ইন্তেকাল করেছেন বলে শনিবার ভোরে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।খবর বিবিসির।
গত মাসে বেলজিয়াম থেকে চিকিত্সা শেষে তিনি দেশে ফিরেছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন জানা গেছে।
সুলতান কাবুস ১৯৭০ সালে ব্রিটিশদের সহায়তায় একটি রক্তহীন অভ্যুত্থানে তাঁর পিতাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন আল কাবুস।
ওমানের এই সুলতান চার দশকের বেশি সময় ধরে রাজ্য শাসন করেছেন। অন্য সব আরব নৃপতি যত দিন ধরে ক্ষমতায় থাকুন না কেন, তাদের সবাইকে বিদায় নিতে হয়েছে।
এদের মধ্যে ওমানের সুলতান ব্যতিক্রম। তিনি কাবুস বিন সাঈদ আল সাঈদ; বাকি সবার চেয়ে বেশি সময় সাফল্যের সঙ্গে রাজত্ব করে চলেছেন।