ফুলবাড়ীতে বাৎসরিক ওয়াজ মাহফিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া
1 min read
মাহফুজার রহমান মাহফুজ :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাহ বাজার জামে মসজিদের সকল মুসল্লিদের আয়োজনে শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসার মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব অনু্ষ্ঠিত হয়েছে।
আজ ১০ জানুয়ারি শুক্রবার বাদ জুম’আ হতে শুরু হওয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন হযরত মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী খতিব, কুড়িগ্রাম জেলা পরিষদ জামে মসজিদ ও আরবী প্রভাষক কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসা।
২য় মেহমান ফুরফুরা দরবার শরীফ এর উত্তরবঙ্গের একমাত্র খলীফা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম পীর সাহেব,উলিপুরী। ৩য় মেহমান হযরত মাওলানা মোঃ শামছুল হক সাহেব সহকারী শিক্ষক,শিমুল বাড়ী দাখিল মাদ্রাসা। ৪র্থ মেহমান হযরত মাওলানা মোঃ আবুল কাশেম সরকার অধ্যক্ষ,শাহবাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসা।৫ম মেহমান হযরত মাওলানা মোঃ সলিমুল্লা সেলিম সাহেব শিক্ষক, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ,ফুলবাড়ী, কুড়িগ্রাম।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য, বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহ বাজার জামে মসজিদের সম্মানিত সভাপতি জননেতা মোঃ আহাম্মদ আলী পোদ্দার রতন।
শুক্রবার জুম্মার নামাজ আদায় করেই বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান নর – নারীর উপস্হিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মাহফিল প্রাঙ্গণ। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকের ওয়াজ মাহফিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরে বক্তব্য পেশ করেন জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন।এসময় তিনি বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্হ্যতা কামনা করে সকলের নিকট দোয় কামনা করেন।
পর্যায়ক্রমে সকল মেহমানের আলোচনা শেষে অনু্ষ্ঠিত দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।