গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন করেন চেয়ারম্যান ফারুক
1 min readগোয়াইনঘাট :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ ১০ জানুয়ারি (শুক্রবার) ৫.১৭ মিনিটে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কালটাকে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি অসাধারণ সময়। সেদিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রিয় স্বাধীন দেশে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। সারা বাংলাদেশ যেন হুমড়ি খেয়ে পড়েছিল সেই দিন, তেজগাঁও বিমানবন্দর ও রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধুর ফিরে আসার দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ক্ষণগণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরে জাতির জনককে নিয়ে যে বিমানটি অবতরণ করেছিল। সেদিন সেখানে একটি উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুকে বরণ করা হয়েছিল। পরে তাঁকে সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়েছিল। সেই দিনটিকে আরো স্মরণীয় রাখার জন্য আজ রাজধানী ঢাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান অবতরণ, বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনার দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষেরক্ষণগণনার উদ্বোধন ও লোগো উন্মোচন করেছেন।
চেয়ারম্যান ফারুক আহমেদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন করেন; এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার রেহান উদ্দিন।
আরও অনেকে ছিলেন