আ‌মিই শুধু হা‌রি‌য়ে যাব;থাকব শু‌য়ে গো‌রে - Shimanterahban24
May 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

আ‌মিই শুধু হা‌রি‌য়ে যাব;থাকব শু‌য়ে গো‌রে

1 min read

[কাকলী আক্তার মৌ]

যখন আ‌মি থাকব না;থাক‌বে আমার লেখা,
হা‌রি‌য়ে গি‌য়েও থাকব বাঁ‌‌চি;হৃদয় প‌টে আঁকা।
আ‌লোচনা হ‌বে জীবনী মোর;ভাল মন্দ কথা,
গ‌বেষণা হ‌বে লেখা নি‌য়ে;ভর‌বে পাতার পাতা।
কেউ বা দি‌বে মু‌খে গা‌লি;‌দেখা‌বে ভালবাসা,
কেউ খুজ‌বে লেখা দে‌খে;‌নিরাশার মা‌ঝে আশা।
কেউ বা আবার উৎসাহ নি‌য়ে;অন্তর ভরা টা‌নে,
দুই নয়‌নের জল ফেল‌বে;এ‌সে কবর পা‌নে।
ভাল মন্দ থাক‌বে স‌বি;থাক‌বে ভ‌বে প‌রে,
আ‌মিই শুধু হা‌রি‌য়ে যাব;থাকব শু‌য়ে গো‌রে।

লেখক: কাকলী আক্তার মৌ
“‌লেখ‌কের আত্মজীবনী” গ্রন্থ থে‌কে সংক‌লিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.