গোয়াইনঘাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
1 min read
আবু তালহা তোফায়েল :: ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ’র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের পরিচালনায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমেদ, আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমেদ, ডৌবাড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন শাখার কর্মকর্তা বৃন্দ।