২০২০ বইমেলায় আসছে “ব্লাক ডায়মন্ড”
1 min readরওশন আরা তাবাসসুম : চমৎকার ১৫টি শিক্ষণীয় গল্প দিয়ে পূর্ণ বই “ব্লাক ডায়মন্ড” আসছে এবারের বই মেলায় আওয়ার ক্যানভ্যাস প্রকাশনী থেকে। বইটির এক ক্ষুদ্রাংশঃ
টিপটাপ করে গোছানো ফ্ল্যাটটাতে বড় অস্বস্তি হতো সোবহান সাহেবের। সৌখিনের ল্যাপটপ অন করে কিছু কাজ করার সময় কাবার্ডের আড়ালে লম্বামতো একটা কিছু চোখে পড়লো তাঁর। প্রথমে গুরুত্ব দিলেন না। কাজ করতে লাগলেন। কাজের মধ্যে আবারও চোখ গেলো কাবার্ডের আড়ালে। এবার কৌতূহল দমাতে না পেরে সেদিকে এগিয়ে গেলেন তিনি। হাত বাড়িয়ে টেনে জিনিসটা বের করতেই হতভম্ব হয়ে গেলেন সোবহান সাহেব।
জিনিসটা কি ছিলো জানতে হলে বইটি পড়ুন।
বইটির লেখিকা জাকিয়া সিদ্দীকি। লেখিকার পিতার জিল্লুর রহমান এবং মাতা বিলকিছ বেগাম।লেখিকা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ভূমিষ্ট হোন। বেড়ে ওঠা ও পড়া-শোনা দিনাজপুর শহরে। দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাস করেছেন। দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচ.এস.সি ও বাংলা সাহিত্যে অনার্স করেছেন এবং বগুড়া সরকারি আজিজুল হক্ব কলেজ থেকে বাংলা সাহিত্যে মাষ্টার্স করেছেন।
ছোট বেলা থেকেই তিনি সাহিত্যপ্রেমী ছিলেন৷ দশম শ্রেণীতে পড়াকালীন তার লিখিত একটি গোয়েন্দা গল্প ধারাবাহিক ভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৯ বইমেলায় লেখিকার একাধিক গল্প ও ছড়া একাধিক যৌথ গল্পগ্রন্থে ও ছড়ার বইতে প্রকাশিত হয়েছে। লেখিকার স্বামি নূরে আলম তার লেখা-লেখিতে উৎসাহ দিয়ে সহযোগীতা করেন।
বর্তমান সমাজের নানামুখী অসামঞ্জস্যতা ও তা থেকে বেরিয়ে আসার উপায় তার লেখার মূল উপজীব্য।