১০ জানুয়ারী শুরু হচ্ছে বিশ্ব ইজতিমা: কামিয়াবির জন্য আল্লামা কাসেমীর দোয়া
1 min readমুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলীগ জামাতের আলমী শূরার তত্বাবধানে বিশ্ব ইজতেমা আগামী ১০ থেকে ১২ জানুয়ারি (শুক্র, শনি ও রবিবার) টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতিমার সুশৃঙ্খল পরিবেশ ও কামিয়াবির জন্য বিশেষ দোয়া-মুনাজাত করেছেন দেশের অন্যতম শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব ও রাজধানীর অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি দেশের সকল তাওহিদী জনতার প্রতি বিশ্ব ইজতিমার কামিয়াবির জন্য দোয়া এবং তিন দিনের এই বৃহৎ মুসলিম জমায়েতে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ইতিমধ্যেই ইজতিমা মাঠ ও সামিয়ানা টানানো’সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে তাবলিগ জামাতের সাথিরা প্রতিদিনই মাঠে এসে স্বেচ্ছাশ্রমে মাঠ প্রস্তুতির কাজ করেছেন। ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে।
সূত্র- উম্মাহনিউজ