লাফনাউট মাদরাসার আস-সালাম ফুযালা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত
1 min read
সীমান্ত ডেস্ক :: বিগত ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টায় গোয়াইনঘাটের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া আহলিয়া দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট’র আস-সালাম ফুযালা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জামেয়ার উস্তাদ ও প্রায় সহস্রাধিক ফুযালাবৃন্দ।
সকলের সর্বসম্মতিক্রমে জামেয়া আহলিয়া দারুসসালাম লাফনাউট, গোয়াইনঘাট, সিলেট-এর ১১৫ বছর পূর্তিতে দস্তারবন্দী সম্মেলন ২০২৪ ইং সনে অনুষ্ঠিত হবে; ইনশাআল্লাহ।
এই তথ্যটি সীমান্তের আহ্বান-কে জানান আস-সালাম ফুযালা পরিষদের প্রচার সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।