গোয়াইনঘাট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের সাথে শাহীনূর পাশার সাক্ষাৎ
1 min read
আবু তালহা তোফায়েল :: ৮ জানুয়ারি (বুধবার) গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সাথে তাদের নিজ কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য (সুনামগঞ্জ-৩), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এবং জামেয়া দারুল কোরান সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
এসময় তিনি তাদের সাথে দেশ ও দশের স্বার্থে কাজ করার এবং জনসাধারণের সর্বক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে কথা বলেন।
তার সাথে ছিলেন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সৌদি প্রবাসী ও জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন।