ইরানে বিমান বিধ্বস্তে ১৭৬ আরোহীর কেউ বেঁচে নেই
1 min read
আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হওয়া বিমানের ১৭৬ আরোহীর কেউ বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ভোরে তেহরানের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।
আজ বুধবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তেহরানে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। বিমানের ইঞ্জিনে আগুন ধরার পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যাত্রী ছিলেন ১৬৭ জন এবং ক্রু সদস্য ছিলেন ৯ জন। বিমানের সব আরোহী মারা গেছে।