আল্লামা আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে
1 min read
হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের সিএসসিআর নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা শফী হজমজনিত সমস্যায় ভোগছিলেন। বুধবার সকালে শারিরিক সমস্যা বৃদ্ধি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আল্লামা শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।