প্রথম অপারেশনেই সর্বস্ব হারিয়েছেন সিলেটের জয়নব,দ্বিতীয় অপারেশনে প্রয়োজন সাহায্য
1 min read
অতিথি প্রতিবেদক :: এক মেয়ে আর এক ছেলে নিয়ে সিংগেল পরিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলংয়ের বাসিন্দা কর্মপ্রতিবন্ধি আব্দুল জলিলর(৪০-গোজা বাবুল)।নিজে কর্মপ্রতিবন্ধি হওয়ায় চার সদ্যসের পরিবারটি কোনরকম খেয়ে বেচে জীবন কাটাচ্ছেন। আয়ের কোন উৎস না থাকা সত্বেও বড় মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছেন। আর ছেলেটা সিধে সাধে বলেই একা স্কুলে ছাড়েন না।প্রায় তিন মাস আগে আব্দুল জলিলর স্ত্রী জয়নব বেগমের(৩৫) পেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন।ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সরে রিপোর্টে আব্দুল জলিলের স্ত্রীর লিভারে দুটি টিউমার ধরা পরে।রিপোর্ট দেখে ওসমানী মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ডাক্তারগণ অতি শীগ্রই অপারেশন করলেই বাচানো যাবে বলে জানান। শত কষ্ট কেরে টেনেটুনে ধার-হাওলাদ ও বাবার বাড়ি থেকে নিয়ে অপারেশনের খরচ চালান।তারপর প্রায় ৩ মাসের মতই সুস্থ্য জীবন যাবন করছিলেন জয়নব।কিন্ত মাসখানেক আগে আবারো পেটে প্রচন্ড ব্যথা শুরু করলে আবারো হাসপাতালে যান এবং এক্সরে করান।এক্সরেতে তার লিভারে আবারও ৩ টি বড় মাপের টিউমার ধরা পড়ে। এবং এক্সরে রিপোর্টের ভিত্তিতে আবারো অপারেশন লাগবে বলে জানান ডাক্তার। কিন্তু আয়ের উৎস বিহীন প্রতিবন্ধী ফ্যামিলি প্রথম অপারেশনেই সর্বস্ব হারিয়েছেন। এখন আর বাচার পথ না দেখেই সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন এই অসহায় নারী।এদিকে ডাক্তার জানিয়েছেন দ্রুত অপারেশন না হলে বাচানো যাবেনা।
যোগাযোগ:-
ভিক্টিম জয়নব বেগম-০১৭৭২৬১৭৩৬১
প্রবাস থেকে কেউ সাহায্য করতে চাইলে উক্ত নাম্বারে যোগাযোগ করুন।