নয়া সিলেট: জঞ্জালমুক্ত আকাশ দেখল নগরবাসী
1 min read
নিজস্ব প্রতিনিধি,সিলেট
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, পর্যটন নগরী ও প্রবাসী অধ্যুষিত সিলেটে লেগেছে নতুনত্বের ছোঁয়া।
এই নগরীর সৌন্দর্য বৃদ্ধি করতে বেশ উদ্যোগ নেয়া হয়েছে। পুরো নগর জুড়ে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।
সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কাজ চলছে দ্রতু গতিতে।
এরই ধারাবহিকতায় এ বছরের শুরুতে তারহীন জঞ্জালমুক্ত নগরীরর দেখা মিলেছে।
বিদ্যুতের ঝুলন্ত তার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে নগর কর্তৃপক্ষ।
এরফলে জঞ্জালমুক্ত নীল আকাশের দেখা পেয়েছেন সিলেট নগরীর মানুষ।
দেশে প্রথমবারের মতো সিলেট নগরী থেকে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে এসব তার প্রতিস্থাপন। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দরগা গেইট এলাকায়। পর্যায়ক্রমে এটি গোটা সিলেট শহরেই খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।