হেফাজত ইসলামের ভিডিও পোস্ট; ইমারান খানকে যা বললেন ওয়াইসি
1 min read
অনলাইন ডেস্ক :: সম্প্রতি ভারতীয় মুসলিমদের ওপর চলমান নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে ভুলে বাংলাদেশে শাপলাচত্বরে হেফাজত ইসলামের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও আপলোড করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় তিনি ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এবার তাকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিনি (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়াইসি।
ইমরান খানের ওই ভিডিও আপলোড করার পর শনিবার ওয়াইসি বলেন, ইমরান খান যেন ভারতীয় মুসলিমদের চিন্তা ছেড়ে নিজের দেশের কথা ভাবেন।
তিনি বলেন, “বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটিকে ভারতের বলে দাবি করেছেন। মিস্টার খান, নিজের দেশ নিয়ে চিন্তা করুন। আমরা জিন্নার ভুল তত্ত্ব খারিজ করেছি। আমরা গর্বিত ভারতীয় মুসলিম এবং চিরকাল তেমনটাই থাকব।”