শায়খুল হাদীস তাফাজ্জুল হকের ইন্তেকালে গোলাম আম্বিয়া কয়েছের শোক প্রকাশ
1 min read
সীমান্ত ডেস্ক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি,উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ,আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন,
বাংলাদেশের অন্যতম রাহবার,শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহঃ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
শোক বার্তায় তিনি বলেন,দিন দিন আমরা আমাদের রাহবার শূন্য হচ্ছি,আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে আমাদের জমিয়তের অন্যতম বটবৃক্ষ নিতীনির্ধারককে হারালাম। জাতী হারালো তাদের অন্যতম পথপ্রদর্শক এক মহান ব্যক্তিকে। যার স্থান পূরণ হবার নয়।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মারহুমের মাগফেরাত করেন।
আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সুউচ্চ মাক্বাম নসীব করুন। আমিন।