আল্লামা হবিগঞ্জী হুযুরের মাগফিরাত কামনায় মক্কা জমিয়তের তাওয়াফ এবং দুয়া মাহফিল সম্পন্ন
1 min read
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশের উলামায়ে কেরামের সরেতাজ, প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুযুর রহ.এর রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মুকাররামা শাখার উদ্যোগে সম্মিলিত তাওয়াফ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য বাদ ইশা জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মুকাররামা শাখার নেতৃবৃন্দ এবং হুযুরের মুহিব্বিন, মুতাআল্লিক্বিনরা মিলে প্রথমে বায়তুল্লাহর তাওয়াফ করেন। এরপর মসজিদুল হারামে বসে বিশেষ মুনাজাত করা হয়।
মক্কা মুকাররামা জমিয়ত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ ক্বাসিমীর পরিচলনায় এসময় উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি মাওলানা সামসুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন, অর্থ সম্পাদক জনাব মনফর আলী, নির্বাহী সদস্য এনামুল হাসান কিবরিয়া, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা নাজমুল ইসলাম সাদিক, মাওলানা মুজ্জাম্মিল আহমদ।
এসময় বাংলাদেশ থেকে উমরাহর উদ্দেশ্যে আগত অন্যান্য সংগনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী ক্বাসিমী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস) যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, যুব জমিয়ত সভাপতি মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, আম্মার বিন আরমান, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বজলুর রহমান, আরজে মামুন চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।