আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী’র ইন্তেকালে ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর শোক প্রকাশ।
1 min read
নূর হোসাইন সবুজ :: দেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, হবিগঞ্জ জামেয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ। নগর প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নগর সভাপতি মাওলামা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন,
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর দেশ ও জাতীর জন্য যে খেদমত আঞ্জাম দিয়েছেন তাঁর শূণ্যতা পূরণ হবার নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফপূর্ণ রাষ্ট্রীয় শাসন এবং যেকোনো ইস্যুতে বাতিলের মোকাবেলায় আমরা হুজুরকে হুইল চেয়ারে বসেও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ব্যানারে মৃত্যুর আগে পর্যন্ত রাজপথে নিরলস কাজ করতে দেখেছি।
আমরা হযরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হযরতের অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের ঊচু মাকাম দান করুক। আমিন।