জার্সিতে মদের বিজ্ঞাপন; আইপিএল খেলেননি হাশিম আমলা
1 min read
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার হাশিম আমলা। টেস্টে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। ওয়ানডেতে তৃতীয়। টি-টোয়েন্টিতে পঞ্চম সেরা। হাশিম আমলা ক্রিকেটারের পাশাপাশি ধর্মপ্রাণ একজন মুসলমান।
তার কথায় ইসলাম প্রসঙ্গ এসেছে বরাবরের মতো। তিনি জানালেন জার্সিতে মদের বিজ্ঞাপন লাগানো থাকে বলে আইপিএল, বিগ ব্যাশ খেলেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময়ও কখনো ইসলামে হারাম এমন পণ্যের বিজ্ঞাপন জার্সিতে রাখতে দিতেন না আমলা। বড় কোন জয়ে সতীর্থরা যখন শ্যাম্পেইন নিয়ে উৎসবে মেতে উঠতেন তখন নিজেকে তিনি আড়াল করে রাখতেন।