জাফলংয়ে কেক কেটে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
1 min read
রাজু বিশ্বাস দুর্জয় :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগ।
শনিবার দুপুরে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ নং পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজনের পরিচালনায় এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৩ নং পূর্ব জাফলং ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পূর্ব জাফলং যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেরগুলো গোসাই, রুবেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান, সাংগঠনিক সম্পাদক জুয়েল আরমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ, সহ-সভাপতি ওয়াহিদ মামুন, জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাজিদ, সাাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাক, যুবলীগ নেতা নাজমুল হুসাইন নাজিম, সৈয়দ মনসুর আহমেদ জাহিদ, লিটু আনাম লিটন, শ্রী অরুণ গোসাই, শহিদুল ইসলাম শহিদ, আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ নেতা হাসান, সাইদুল, সিফাতসহ পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।