অন্ধকারে আলোর মিনার: তসলিমা নাসরিনের ভাতিজা সাফায়েতের গল্প
1 min read
তিনি বলেন, ‘যে বাড়িতে আমি বড় হয়েছি সে বাড়িটি ছিল একটি ধর্ম নিরপেক্ষ বাড়ি। আমার ভাই বোনেরা সবাই নাস্তিক ছিল। ভাইয়েরা গিটার, হারমোনিয়াম,বেহালা বাজাতো। বাসায় শুধু মা একাই নামাজ পড়তো। মার নামাজ নিয়ে বাবা, আমরা ভাই বোনেরা খুব হাসা হাসি করতাম।’
‘আমাদের বাড়িটির নাম ছিল অবকাশ। আমাদের সেই অবকাশ আর আগের অবকাশ নেই। আমাদের সেই অবকাশ এখন আর আর আগের অবকাশ নেই। সেই অবকাশ এখন কুরআন হাদীস আর নামাজ রোজার অবকাশ।তা রা শহরে একটি দোকান খুলেছে, সেই দোকানে তারা বিক্রি কুরআন হাদীসের বই।’
এই পোস্টের দ্বারা তসলিমা নাসরিন তার আপন ভাতিজা সাফায়েত উল কবীর সৌখিনের প্রতি ইঙ্গিত করেছেন। সাফায়েত উল কবীর পেশায় একজন ডাক্তার।২০০৮ সালে ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ইন্টার পাস করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
২০১৫ সালে এমবিবিএস শেষ করে আইসিডিডিআরবি ঢাকা নামক একটি প্রতিষ্ঠানে যোগ দেন। সেখান থেকে ময়মনসিংহের এসকে হাসপাতালে। এরপর ২০১৮ সালে তার বাবার মৃত্যু হয়। তার বাবার মৃত্যুই মূলত তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। তখনই তার জীবনে ব্যপক পরিবর্তন আসে।
তিনি বলেন, ‘বাবার মৃত্যু আমার মনে ব্যাপকভাবে নাড়া দেয়। আগে মাঝে মাঝে জুমার নামাজ পড়তাম। তার মৃত্যুর পর নিয়মিত নামাজ পড়া শুরু করলাম। দাড়ি রেখে দিয়ে ইসলামের সব হুকুম-আহকাম মানতে শুরু করলাম। এজন্য প্রথমদিকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে যেমন কষ্ট করতে হয়, আশপাশের মানুষের নানারকম কথা শুনতে হয়, আমার ক্ষেত্রেও এমন হয়েছে।’
‘তখন থেকে ধর্মীয় বইপত্রও পড়া শুরু করলাম। ফেইসবুকে বইয়ের বিভিন্ন গ্রুপে ইসলামি বই সম্পর্কে খোঁজখবর নিয়ে ময়মনসিংহের বিভিন্ন লাইব্রেরিতে কিনতে যেতাম। কিন্তু আমার পছন্দের বইগুলো সেখানে পাওয়া যেত না। তখন রকমারি ও অন্যান্য বুকশপ থেকে সেগুলো কুরিয়ারে নিয়ে আসতাম। এর মাঝেই আম্মাকে নিয়ে ওমরায়োে চলে গেলাম।তাবলীগেও কিছু সময় লাগালাম।’ বললেন সাফায়াত।
ওমরা থেকে এসে ময়মনসিংহ জিলাস্কুল রোডের বিপরীত পার্শ্বে আলহিদায়াহ্ শপ নামে একটি লাইব্রেরী দেন ডাক্তার সাফায়েত। জেলাস্কুল মোড় হচ্ছে ময়মনসিংহ শহরের একটি ব্যস্ততম মোড়। চারদিকের মানুষ এদিক দিয়েই শহরে প্রবেশ করে। শতরকমের ব্যস্ততা নিয়ে শহরের এদিক থেকে ওদিকে মানুষের ছোটাছুটি। এত ব্যস্ততার মাঝেও সাম্প্রতিক মানুষের নজর কেড়ে ফেলে তার দৃষ্টিনন্দন লাইব্রেরিটি।
লাইব্রেরিটিতে স্থান পেয়েছে দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনাগুলোর নির্বাচিত সব বই। তিনি আলহিদায়াহ্ শপের যাত্রা শুরু করেছিলেন চলতি বছরের অক্টোবরের শেষের দিকে। এ অল্প সময়ের মাঝেই লাইব্রেরিটি লাইটিং, ডেকোরেশন ও সৃজনশীল-মননশীলতার কারণে ময়মনসিংহ ও ময়মনসিংহের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে। সারি সারি সাজানো নির্বাচিত বইয়ের পাশাপাশি ভালো মানের সুগন্ধি, আরবীয় খেজুর, বিশুদ্ধ মধু, কোরআনে বর্ণিত জয়তুন ও ত্বিন ফলের কারণে পাঠক, ক্রেতার মুগ্ধতার যেন শেষ নেই!