সেই ৭ ট্রাককে আরিফের জরিমানা
1 min read
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে আটক করা ৭ ট্রাককে জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার রাত পৌণে ১২টার দিকে এই ট্রাকগুলোতে আটক করা হয়।
পরে বৃহস্পতিবার বিকালে প্রতিটি ট্রাক থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার রাতে মিরের ময়দান এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক দেবে যায়। খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে গিয়ে অতিরিক্ত পাথর বোঝাইর কারণে দেবে যাওয়া ট্রাকটি আটক করেন এবং কাগজপত্র জব্দ করেন।
এরপর মেয়র আরিফ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী অতিরিক্ত মালামাল বোঝাই আরো ৬টি ট্রাক আটক করে নগর ভবনে নিয়ে যান।
সূত্র- সিলেটভিউ