আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে গেলেন জমিয়ত মহাসচিবসহ দলীয় নেতৃবৃন্দ
1 min read
দেশবরেণ্য আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, হবিগঞ্জ জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী নিয়মিত মেডিকেল চেকাপের অংশ হিসেবে গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এসেছেন।
এ সময় হাসপাতালে তাঁকে দেখতে গেলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব রাজধানীর অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী, দলের যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ।
জমিয়ত মহাসচিব আল্লামা হবিগঞ্জীর সাথে কুশল বিনিময় ও শরীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কথা বলেন এবং অন্যান্য খোঁজ-খবর নেন। এই মহান বুযূর্গ আলেমের পূর্ণ আরোগ্য লাভ, সুস্থতা ও হায়াত বৃদ্ধির জন্যও জমিয়ত মহাসচিবসহ উপস্থিত সকলে বিশেষ দোয়া করেন।
এসময় আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী জমিয়ত মহাসচিব’সহ উপস্থিত দলীয় নেতৃবৃন্দকে হাসপাতালে দেখতে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী গত ৩০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল নিয়মিত চেকাপের অংশ হিসেবে ইউনাইটেড হাসপাতালে এসেছেন। প্রয়োজনীয় মেডিকেল চেকাপ শেষে তিনি হবিগঞ্জে ফিরে যাবেন।
সূত্র- উম্মাহ নিউজ