গোয়াইনঘাট উপজেলা জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
1 min read
আবু তালহা তোফায়েল :: ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন- শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে, ওয়ার্ডে, এলাকায় ইউনিয়নে পৌঁছে দিতে হবে। জমিয়তের সাদাকালো পতাকার ছায়াতলে সর্বসাধারণকে নিয়ে আসতে হবে। আমাদের নতুন এই কমিটির মাধ্যমে উপজেলা সর্বত্রে জমিয়তের পয়গাম ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাআল্লাহ।
তিনি বলেন- আমাদের কর্মী গঠন করে নির্বাচনী এলাকা তৈরী করতে হবে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠা করতে হলে আমাদের টার্গেট অনুযায়ী কাজ করে সংসদের মসনদে বসে কথা বলতে হবে। তাই আমাদের একদল কঠোর পরিশ্রমী কর্মী তৈরি করতে হবে। তৃণমূল পর্যায়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক্ব, জেদ্দা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজকে পুনরায় সভাপতি, ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হাঃ তাজুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, সাধারণ সম্পাদক ও হুসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, মুফতি আমির আহমদ, মাওলানা ইউসুফ আলী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওঃ আসরাফ আলী, মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা শিহাব আহমদ মাওলানা সিফত উল্লাহ, গোয়াইনঘাট যুব জমিয়তের সাধারণ সম্পাদক আবুল হাসানাত, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তে সভাপতি ছাত্রনেতা হাফিজ জাকির হুসাইন, সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান, আব্দুল্লাহ সালমান, হাফিজ এহসান উল্লাহ প্রমুখ।