কুলাউড়া হাজীপুরে জনগুরুত্বপূর্ণ ৭ দফা দাবী নিয়ে ঐক্যবদ্ধ জনসাধারণ
1 min read
মাহদী হাসান: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু-রেলষ্টেশন বাজারে হাজীপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ৭ দফা দাবীতে মতবিনিময় সমাবেশ অনুষ্টিত হয়।
উক্ত সমাবেশে ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল বাছিত বাচ্চু সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন ইউনিয়নের পঞ্চায়েত মুরব্বিগন, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ,শিক্ষক-ছাত্র এবং বহু সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক জনসাধারণ।
উক্ত সমাবেশের উত্তাপিত দাবী গুলো হলোঃ
১। মনু রেলওয়ে স্টেশন চালু ও আন্তনগর দুটি ট্রেনের যাত্রাবিরতি।
২।আগামী রমজানের ভিতরে ফজলবাগ মাদ্রাসা চালুসহ দাতার প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াকফ স্টেইটের পরিচালনায় সরকারি হস্তক্ষেপ।
৩। মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করে ২১ শয্যার হাসপাতালে উন্নিত করা।
৪। ইউনিয়নের ১০ টি জনগুরুত্বপূর্ণ কাচা সড়ক পাকাকরণ।
৫। মার্চ/২০২০ইং এর মধ্যে মনু নদীর প্রতিরক্ষা বাধের সকল ঝুকিপূর্ণ স্থান মেরামত।
৬। শরিষতলা-হাজীপুর আরসিসি রাস্তা প্রশস্ত করে সবধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া।
৭। সারা বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ হাজীপুরবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে করনীয় নির্ধারণ বিষয়।
উল্লেখ্য,জনসাধারণের পক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু বলেন, দাবীগুলা নিয়ে সীদ্ধান্তকৃত পৃথক পৃথক সময়ে দাবী আদায় না হলে জনসাধারণদের নিয়ে প্রয়োজনে দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য মানববন্ধন ও আন্দোলন করা হবে।