ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার বিকল্প নেই; চেয়ারম্যান ফারুক
1 min read
আবু তালহা তোফায়েল :: পহেলা জানুয়ারী সারাদেশের ন্যায় সদ্য গঠিত শিক্ষা প্রতিষ্ঠান
“আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ”র শুভ উদ্বোধন ও বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোয়াইনঘাট উপজেলার বারহাল বাজারে।
অত্র প্রতিষ্ঠাননের প্রিন্সিপাল জনাব নূর উদ্দিনের সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের ডিরেক্টর হাবিব উল্লাহ বাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ বলেন আমাদের দেশে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার মানোন্নয়নে সহায়তা করছে। শেখ হাসিনার ভিশন ও মিশনের টার্গেট অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিতে নিজ নিজ স্থান থেকে সকলে এগিয়ে আসতে হবে, বিশেষভাবে শিক্ষার মানোন্নয়নে সকলে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। একমাত্র সুশিক্ষাই পারে একটা জাতিকে এগিয়ে নিতে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বারহাল আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেন এবং পূবালী ব্যাংক কর্মকতা আলীম উদ্দিন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম, আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের প্রমুখ।