ডাক্তার হতে চায় প্রধান শিক্ষকের ছেলে নাদিম
1 min read
আবু তালহা তোফায়েল :: পুকাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোয়াইনঘাটের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মাষ্টার মাহবুবুল আলমের বড় পুত্র “হাসান মাশরাফি নাদিম” নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে- সমাপনী পরীক্ষা পিএসসিতে জিপিএ (A+) পেয়ে উত্তীর্ণ হয়। তার চাচা মাওলানা নাজমুল আলমের কাছে তার আশা আকাঙ্খা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে যে, আমি বড় হয়ে ডাক্তার হবো।
ডাক্তার হয়ে দেশের দুরারোগ্য মানুষের সেবা সহযোগিতায় এগিয়ে আসতে চাই।
আমার দাদা, বাবা ও চাচারা যেভাবে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দেশ ও দশের সেবা করে যাচ্ছেন, আমি বিচিত্রময়ভাবে মানুষের সেবা করতে চাই। তাই বড় হয়ে ডাক্তার হতে চাই।
এজন্য সকলের কাছে হাসান মাশরাফি নাদিম দোয়া চেয়েছেন তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য। আল্লাহ কবুল করুক। আমিন।